"মুক্তিমিত্র" ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
A কুষ্টিয়া
B ত্রিপুরা
C কলকাতা
D ঢাকা
Solution
Correct Answer: Option A
১৯৭১ সালের ১০ ডিসেম্বর চৌড়হাসে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে মিত্রবাহিনীর অনেক সেনা নিহত হন। কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে নিহত মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে মুক্তিমিত্র ভাস্কর্যটি নির্মান করা হয়। এটি উদ্বোধন করেন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়।