কোন শব্দটিতে প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে?
A স্বাধীনতা
B মহত্ব
C সুন্দর
D শ্রেষ্ঠত্বতা
Solution
Correct Answer: Option D
- "শ্রেষ্ঠত্ব" শব্দের সাথে অতিরিক্ত "তা" প্রত্যয় যোগ করা হয়েছে।
- "শ্রেষ্ঠত্ব" নিজেই একটি সম্পূর্ণ শব্দ, যা শ্রেষ্ঠ হওয়ার গুণ বা অবস্থা বোঝায়। এখানে "তা" যোগ করা অনাবশ্যক ও ভুল।