কোচ উপজাতিরা কোথায় বাস করে?

A পাবর্ত্য চট্টগ্রাম

B হবিগঞ্জ

C শেরপুর

D মৌলভীবাজার

Solution

Correct Answer: Option C

কোচ তিব্বতী-বর্মী পরিবারের অন্তর্গত মূল ভারতের আসাম, মেঘালয় ও বাংলাদেশে বসবাসকারী একটি ভাষিক জাতি ও অন্যতম প্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী। ভারতের বাইরে বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী , নালিতাবাড়ী এবং শ্রীবর্দী উপজেলায় তাদের বসবাস। কিছু সংখ্যক কোচ গাজীপুর ময়মনসিংহ ও টাংগাইলের বরেন্দ্র পাহাড়ী এলাকায় বসবাস করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions