কালিজিরা ধান কোন অঞ্চলে বেশি উৎপন্ন হয়?
A বরিশাল
B নোয়াখালী
C কুমিল্লা
D চাঁদপুর
Solution
Correct Answer: Option B
কালিজিরা ধান বাংলাদেশে উৎপাদিত এক ধরনের উৎকৃষ্ট মানের ধান। কালিজিরা চাল বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য । এটি নোয়াখালী অঞ্চলে বেশি উৎপন্ন হয়।