Solution
Correct Answer: Option C
ক থেকে ম পর্যন্ত ২৫ টি বর্ণ উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সঙ্গে কণ্ঠ,তালু,মূর্ধা,দন্ত,ওষ্ঠের কারোর না কারোর সাথে স্পর্শ ঘটে। তাই এদের স্পর্শ বর্ণ বলা হয়। উচ্চারণের স্থান অনুযায়ী এই ২৫ টি বর্ণকে ৫ ভাগে ভাগ করা হয়।প্রতিটি ভাগকে বলা হয় বর্গ। তাই এদের অপর নাম বর্গীয় বর্ণ।
প্রতিটি বর্গে আছে ৫ টি করে বর্ণ, এদের মধ্যে প্রথম বর্ণের নাম দিয়ে প্রতিটি বর্গের নামকরণ করা হয়।
যথাঃ
ক-বর্গ=ক,খ,গ,ঘ,ঙ
চ-বর্গ = চ, ছ, জ, ঝ,ঞ
ট-বর্গ = ট, ঠ, ড, ঢ,ণ
ত-বর্গ = ত,থ, দ, ধ, ন
প-বর্গ = প, ফ, ব, ভ, ম