'পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ।' - রবীন্দ্রনাথ ঠাকুর এ পঙক্তিটিতে কোন ধরনের অলংকার প্রয়োগ করেছেন?
A বিরোধাভাস
B সমাসোক্তি
C অতিশয়োক্তি
D ব্যাজস্তুতি
Solution
Correct Answer: Option B
উপমেয়র উপর উপমানের ব্যবহার সমারোপিত হলে তাকে সমাসোক্তি বলে।
যেমন- 'পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ।'