Correct Answer: Option B
সমজাতীয়া বাগধারা যার সগুলো অর্থ মারা যাওয়া।
• অক্কা পাওয়া
• অগস্ত্য যাত্রা
• পটল তোলা
• পঞ্চত্ব প্রাপ্ত হওয়া
• যবনিকা পতন
• অনন্ট শষ্যা
আবার,
• "যবনিকা পতন” হল বুদ্ধদেব বসুর একটি অন্যতম উপন্যাস।
- ১৯৩২ খ্রীষ্টাব্দে নভেম্বর মাস থেকে উপন্যাসটি ধারাবাহিকভাবে "ভারতবর্ষ” পত্রিকায় প্রকাশিত হয়। "যবনিকা পতন" উপন্যাসটি তিনটি খণ্ডে বিভক্ত। প্রতিটি খণ্ডের আলাদা নামকরণ আছে।
- প্রথম খণ্ড দুই বন্ধু
- দ্বিতীয় খণ্ডঃ অঞ্জলী বসুর প্রেমোপাখ্যান।
- তৃতীয় খণ্ডঃ অতি-পুরাতন বিরহ-মিলন কথা।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions