পাকিস্তানের সিভিল সার্ভিসকে কোন নামে অভিহিত করা হয়েছিল?
A সিভিল সার্ভিস অব ইন্ডিয়া
B সিভিল সার্ভিস অব পাকিস্তান
C সেন্ট্রাল সার্ভিস অব পাকিস্তান
D ইন্ডিয়ান সিভিল সার্ভিস
Solution
Correct Answer: Option B
- পাকিস্তানের সিভিল সার্ভিসকে "সিভিল সার্ভিস অব পাকিস্তান" (Civil Service of Pakistan) নামে অভিহিত করা হয়েছিল।
- ১৯৪৭ সালের ভারতের বিভাজনের পর ব্রিটিশ ভারতের শাসনকালীন "ইন্ডিয়ান সিভিল সার্ভিস" থেকে পাকিস্তানের জন্য যত অংশ সাংগঠনিকভাবে আলাদা হয়, তাকে এ নামে নামকরণ করা হয়।