Solution
Correct Answer: Option A
- শব্দের শেষে তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি থাকলে তি/ক্তি হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষ্য/বিশেষণ হবে।
• শর্টকাট : তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি = তি/ক্তি
প্রদত্ত শব্দ প্রকৃতি ও প্রত্যয়
গতি → √গম্ + তি/ক্তি
মতি → √মন্ + তি/ক্তি
স্মৃতি → √স্মৃতি + তি/ক্তি
বৃষ্টি → √বৃষ্ + তি/ক্তি ।