'নোনাজলের কাব্য' চলচ্চিত্রটি পরিচালনা করেন কে?

A রেজওয়ান শাহরিয়ার সুমিত

B মাতিয়া বানু শুক

C আবদুল্লাহ মোহাম্মদ সাদ

D আজমেরী হক বাঁধন

Solution

Correct Answer: Option A

- 'নোনাজলের কাব্য' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

- 'নোনাজলের কাব্য' ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি প্রশংসিত বাংলা চলচ্চিত্র।
- এটি পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি কেবল তিনিই পরিচালনা করেননি, এর চিত্রনাট্যও তিনি রচনা করেছেন।

আন্তর্জাতিক খ্যাতি ও পুরস্কার:
- চলচ্চিত্রটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
- এটি ২০২০ সালে ৬৪তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়েছিল।
- এছাড়াও এটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'এশিয়ান সিলেক্ট' বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।
- ২০২১ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনেও (COP26) চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

- চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, এবং তাসনুভা তামান্নার মতো শিল্পীরা। এর আবহ সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions