Solution
Correct Answer: Option B
- ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু হচ্ছে অটল সেতু।
- সেতুটির পূর্ণ নাম মুম্বাই ট্রান্স হারবার লিংক (এমটিএইচএল)।
- এটি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে 'অটল বিহারী বাজপেয়ী সেউরি নব সেবা অটল সেতু' নামকরণ করা হয়েছে।
- সেতুটি জাপানি প্রযুক্তির সাহায্যে নির্মিত হয়েছে।
- নরেন্দ্র মোদি ২০১৬ সালের ডিসেম্বরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ জানুয়ারি, ২০২৪ তারিখে সেতুটির উদ্বোধন করেন।
- সেতুটির দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার, যার মধ্যে সমুদ্রের অংশ প্রায় ১৬.৫ কিলোমিটার এবং স্থলভাগের অংশ প্রায় ৫.৫ কিলোমিটার।