নিচের কোন বাক্যটি শুদ্ধ?

A নীরোগী লোকেরাই প্রকৃত সুখী

B আপনি আগামীকল্য আসিবেন

C কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না

D ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল

Solution

Correct Answer: Option B

শুদ্ধ বাক্য- “আপনি আগামীকল্য আসিবেন”


অশুদ্ধ: কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না - বাক্যটি বাগ্‌ধারা শব্দের পরিবর্তনজনিত ভুল।
শুদ্ধ: কাঁচা পয়সা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না।

অশুদ্ধ: ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল - বাক্যে অর্থ সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহারজনিত ভুল রয়েছে।
শুদ্ধ: ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

অশুদ্ধ: নীরোগী লোকেরাই প্রকৃত সুখী - বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে।
শুদ্ধ: নীরোগ লোকেরাই প্রকৃত সুখী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions