"এ সম্পর্কে ঘুণাক্ষরেও কেউ জানতো না" বাক্যে 'ঘুণাক্ষরে' বাগ্ধারাটির অর্থ কী?
A ধারণা
B প্রকৃতভাবে
C একেবারেই
D সামান্য ইঙ্গিত
Solution
Correct Answer: Option D
- 'ঘুণাক্ষরে' বাগ্ধারাটির অর্থ = সামান্য ইঙ্গিত
- ঘাটের মড়া = মৃত্যু আসন্ন যার/অকর্মণ্য বৃদ্ধ
- ঘুঘু চড়ানো = সর্বনাশ করা
- ঘোল খাওয়ানো = জব্দ করা