“তাহরির স্কয়ার” কোন দেশে অবস্থিত?
A লিবিয়া
B ফিলিস্তিন
C জর্ডান
D মিসর
Solution
Correct Answer: Option D
- তাহরির স্কয়ার মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- এটি ‘শহিদ চত্ত্বর' নামেও পরিচিত।
- এটি ১৯১৯ সালে তাহরির স্কয়ার নামে পরিচিতি লাভ করে।
- মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে দেশজুড়ে যে গণবিক্ষোভ শুরু হয় তার মূল কেন্দ্রবিন্দু ছিল তাহরির স্কয়ার।