পদ্মার উপনদী কোনটি? 

A কর্ণফুলি 

B করতোয়া 

C ইছামতি

D মহানন্দা 

Solution

Correct Answer: Option D

- মহানন্দা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি আন্তঃসীমান্ত নদী।
- নদীটির দৈর্ঘ্য ৩৬০ কি.মি।
- পদ্মা নদীর উপনদী হলোঃ মহানন্দা, পুনর্ভবা, নাগর ও টাঙ্গন ।

উল্লেখ্য, যে সকল নদী পাহাড়-পর্বত থেকে উৎপত্তি হয়ে কোন বৃহৎ নদীর সাথে এসে মিলিত হয় তাকে উপনদী বলে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions