‘দৃষ্টিপ্রদীপ’ উপন্যাসটি কে রচনা করেছেন?

A মানিক বন্দ্যোপাধ্যায়

B তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

C শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

D বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

Solution

Correct Answer: Option D

- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ‘দৃষ্টিপ্রদীপ (১৯৩৫)।
- এটি অবাস্তব ও অধিবাস্তব দৃষ্টিভঙ্গির আলোকে জিতু নামে একটি ছেলের জীবনধর্মী কাহিনী নিয়ে রচিত।
- এ উপন্যাসে ব্যক্তি ও শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের জগত ও আধ্যাত্মদর্শন সম্পর্কে প্রথম আলো ফেলে।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- ‘পথের পাঁচালী' (১৯২৯),
- ‘অপরাজিত (১৯৩১),
- ‘দৃষ্টিপ্রদীপ’ (১৯৩৫),
- ‘চাঁদের পাহাড়' (১৯৩৭),
- ‘আরণ্যক' (১৯৩৮),
- ‘আদর্শ হিন্দু হোটেল' (১৯৪০),
- 'অনুবর্তন' (১৯৪২),
- ‘দেবযান’ (১৯৪৪),
- ‘ইছামতি' (১৯৪৯),
- ‘অশনি সংকেত' (১৯৫৯),
- ‘বিপিনের সংসার’ (১৯৪১),
- 'দম্পতি' (১৯৫২)।

তার রচিত ছােটগল্প গ্রন্থগুলাের নাম:
- মেঘমল্লার (১৯৩১),
- কিন্নরদল (১৯৩৮),
- মৌরীফুল (১৯৩২),
- যাত্রাবদল (১৯৩৪) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions