Solution
Correct Answer: Option A
- বাংলা তাম্বুল শব্দ সংস্কৃত তাম্বুলী শব্দ থেকে উৎপন্ন।
- আর কোনো কোনো জায়গায় তাম্বুল বলতে পান না বুঝিয়ে কাচা সুপারি বুঝায়, আবার কোনো কোনো জায়গায় এটার দ্বারা সুপারি-চূণ-জর্দা ইত্যাদি দিয়ে সাজানো পানের খিলি বুঝাতে ব্যবহার করতেও দেখা যায়।