সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি?

A মানব প্রেম

B দেশ প্রেম

C অন্যায়ের প্রতিবাদ

D অনাচার ও বৈষম্যের প্রতিবাদ

Solution

Correct Answer: Option D

• সুকান্তের সাহিত্য-সাধনার মূল ক্ষেত্র ছিল কবিতা।
• সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ তাঁর কবিতার প্রধান বিষয়বস্ত্ত।
• তাঁর রচনাকর্মে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাণীসহ শোষণহীন এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে।
• রবীন্দ্রোত্তর বাংলা কবিতার বৈপ্লবিক ভাবধারাটি যাঁদের সৃষ্টিশীল রচনায় সমৃদ্ধ হয়েছে, সুকান্ত তাঁদের অন্যতম।
• তাঁর কবিতার ছন্দ, ভাষা, রচনাশৈলী এত স্বচ্ছন্দ, বলিষ্ঠ ও নিখুঁত যে, তাঁর বয়সের বিবেচনায় এরূপ রচনা বিস্ময়কর ও অসাধারণ বলে মনে হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions