যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর দু’টি বাহু তীর্যক তাকে বলে-
Solution
Correct Answer: Option B
- যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর দু'টি বাহু তীর্যক, তাকে সমলম্ব চতুর্ভুজ বা ট্র্যাপিজিয়াম বলা হয়।
- একে সমলম্ব চতুর্ভুজও বলা হয়।
- সমলম্ব চতুর্ভুজ হল এমন একটি চতুর্ভুজ যার অন্তত একজোড়া বাহু পরস্পর সমান্তরাল।
- ট্র্যাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল থাকে, এদেরকে ভিত্তি বলা হয়।
- অপর দুইটি বাহু সমান্তরাল নয়, এদেরকে পার্শ্ববাহু বা তীর্যক বাহু বলা হয়।
- সমান্তরাল বাহু দুটি সাধারণত সমান দৈর্ঘ্যের হয় না।