"বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?'- এটি কোন ধরণের প্রশ্ন?
Solution
Correct Answer: Option A
যে বাক্যে কোনো কিছু জানতে চাওয়া হয় সেটি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক প্রশ্ন চার ধরণের হয়। যথা- প্রশ্নপদযুক্ত, প্রশ্নপধীন, বস্ততগত ও আলংকারিক প্রশ্ন।
উক্ত বাক্যটি আলংকারিক প্রশ্নের উদাহরণ।