বাগধারা সাধারণত বাক্যের কোন অর্থ প্রকাশ করে?
A আভিধানিক
B অভিধানিক
C আক্ষরিক
D বিশেষ ভাব
Solution
Correct Answer: Option D
বাগধারা অর্থ বিশিষ্ট অর্থবাচক বাক্যাংশ বা বাচনরীতি। প্রতিটি ভাষায় বিশেষ কতক বাক্যাংশ বা বাচনরীতি রয়েছে। এগুলো আভিধানিক বা আক্ষরিক ভাব প্রকাশ না করে বিশেষ অর্থ প্রকাশ করে।