বাংলাদেশের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে?
A প্রধানমন্ত্রী
B বিচার বিভাগ
C জাতীয় সংসদ
D প্রশাসন বিভাগ
Solution
Correct Answer: Option C
বাংলাদেশের সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা কেবল জাতীয় সংসদ রাখে। তবে রাষ্ট্রপ্রতি সংসদ অধিবেশন না বস্লে প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারেন। অধ্যাদেশ জারির ৩০ দিনের মধ্যে অধিবেশন না বসলে অধ্যাদেশটি কার্যকারিতা হারাবে।