তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে-

A পদ্মা

B মেঘনা

C যমুনা

D কর্ণফুলি

Solution

Correct Answer: Option C

তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী। নদীটি নিলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি যমুনা নদীর সাথে মিলিত হয়েছে।

কিছু নদীর মিলিত স্থানঃ
- সুরমা ও কুশিয়ারার মিলনস্থল (মেঘনা) : আজরিমিগঞ্জ (হবিগঞ্জ)
- পদ্মা ও যমুনার মিলনস্থল : গোয়ালন্দ (রাজবাড়ী)
- পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল : ভৈরববাজার (কিশোরগঞ্জ)
- পদ্মা ও মেঘনার মিলনস্থল : চাঁদপুর
- ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল : চিলমারি (কুড়িগ্রাম)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions