Solution
Correct Answer: Option C
কমার (,) ব্যবহারঃ
ক. বাক্য পাঠকালে সুস্পষ্টত বা অর্থ-বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয় ।
যেমনঃ সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে ।
খ. সম্বোধনের পরে কমা বসাতে হয় । যেমনঃ শফিক, এদিকে এসো ।
গ. মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে । যেমনঃ ১৬ই পৌষ, বুধবার, ১৪২৪ ।
ঘ. নামের শেষে ডিগ্রি থাকলে কমা বসে। যেমনঃ তারিক হোসেন, এমএ. পিএইচডি।