‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ এর বাক্য সংকোচন কোনটি?
A অধঃকায়
B তামসী
C তমিস্রা
D অমাবস্যা
Solution
Correct Answer: Option D
• গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য সংকোচন:
কৃষ্ণপক্ষের শেষ তিথি - অমাবস্যা
ঘোর অন্ধকার রাত্রি - তমিস্রা
অন্ধকার রাত্রি - তামসী
কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ - অধঃকায়
কর্ম করার শক্তি যার নেই - অকর্মণ্য
ক্ষমার যোগ্য - ক্ষমার্হ