জাতীয় রাজস্ব বোর্ড এর বর্তমান চেয়ারম্যান কে?
A জনাব মোঃ আবদুর রহমান খান
B জি এম আবুল কালাম কায়কোবাদ
C মোঃ নাজমুল ইসলাম সরকার
D জনাব মোঃ আলমগীর হোসেন
Solution
Correct Answer: Option A
জাতীয় রাজস্ব বোর্ডঃ
- জাতীয় রাজস্ব বোর্ড (জারাবো) রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা।
- এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনায় ১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং - ৭৬ দ্বারা গঠিত হয়েছে।
- প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন একটি পরিচালিত হয়।
- এর বর্তমান চেয়ারম্যান- জনাব মোঃ আবদুর রহমান খান।
- এর স্লোগান 'উন্নয়নের অক্সিজেন রাজস্ব,
- এর অনুবিভাগ ৩টি যথাঃ কাস্টমস, মুসক ও আয়কর
- এর হেল্প লাইন ১৬৫৫৫।