কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option D
- ইলেকট্রোলাইটিক ধারক (Electrolytic Capacitor) কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করার জন্য ব্যবহৃত হয়।
- এটি উচ্চ ক্যাপাসিট্যান্স ধারণ করতে সক্ষম, কারণ এতে দুটি কন্ডাকটিভ প্লেটের মধ্যে ইলেকট্রোলাইটিক সমাধান ব্যবহার করা হয়, যা তড়িৎ সঞ্চয়ের ক্ষমতাকে বৃদ্ধি করে।
- অন্যান্য ধারক যেমন অন্ত্রধারক বা সিরামিক ধারক তুলনামূলকভাবে কম ক্যাপাসিট্যান্স ধারণ করে।