Solution
Correct Answer: Option C
- কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে।
একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। সৌরজগৎ এ রকম
একটি ছায়াপথের অন্তর্গত।
- ছায়াপথ প্রধানত ৩ প্রকারঃ
- উপবৃত্তাকার ছায়াপথ
- লেন্টিকুলার ছায়াপথ
- সর্পিল ছায়াপথ
- লেন্টিকুলার ছায়াপথ স্পাইরাল বা উপবৃত্তাকার এবং এলিপটিকাল বা সর্পিল ছায়াপথের মধ্যবর্তী একটি ধরনের গ্যালাক্সি।
- এদের মধ্যে স্পাইরাল গ্যালাক্সির মতো কেন্দ্রীয় বাল্ব এবং ডিস্ক রয়েছে, কিন্তু কোনো বাহু নেই।
- এলিপটিকাল গ্যালাক্সির মতো, লেন্টিকুলার গ্যালাক্সিতেও পুরানো তারকা জনসংখ্যা রয়েছে এবং নতুন তারা সৃষ্টির হার খুব কম।
সুত্রঃ নাসার অফিসিয়াল ওয়েবসাইট।