বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়, তাকে বলা হয়?
A ডাই ইলেকট্রিক
B সেমি কন্ডাক্টর
C পরিবাহী
D অপরিবাহী
Solution
Correct Answer: Option A
- ডাই ইলেকট্রিক (Dielectric) উপাদান এমন একটি মাধ্যম, যেখানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে প্রতিটি পরমাণু বা আণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়।
- অর্থাৎ, এই উপাদানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণুর মধ্যে মেরুতা (polarization) সৃষ্টি হয়।
- ডাই ইলেকট্রিক উপাদানগুলি বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করতে সক্ষম, এবং এগুলি কন্ডাক্টর বা অপরিবাহী (ইনসুলেটর) থেকে আলাদা। এই কারণে ডাই ইলেকট্রিক উপাদানগুলি বৈদ্যুতিক কন্ডেনসার (capacitor) এর মতো যন্ত্রে ব্যবহৃত হয়।