চাঁদে এক বস্তুর ওজন ২ কেজি, পৃথিবীতে ঐ বস্তুটির ওজন কত?
A ৪ কেজি
B ১২ কেজি
C ১ কেজি
D ৮ কেজি
Solution
Correct Answer: Option B
- চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর ১/৬ ভাগ।
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে।
- চাঁদে ২ নিউটন বস্তুর ওজন পৃথিবীতে হবে ১২ নিউটন (N)।