নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
Solution
Correct Answer: Option B
- যে সকল মৌল কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না তাদের নিষ্ক্রিয় গ্যাস বলে ।
- এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা Noble গ্যাসও বলে।
যেমনঃ He, Ne, Ar, Kr, Xe, Rn এগুলো হল নিষ্ক্রিয় গ্যাস।
- এসব গ্যাসের পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে যদি ৮টি ইলেকট্রন থাকে এবং সে পরমাণু বেশ স্থিতিশীল হয়।