ব্রাহ্মণবাড়িয়া শব্দে ব্যবহৃত যুক্ত বর্ণটি কিভাবে গঠিত?
Solution
Correct Answer: Option D
যুক্তবর্ণ হ্ম=হ্+ম, যেমন- ব্রহ্ম, ব্রাহ্মণ ইত্যাদি।
যুক্তবর্ণ ক্ষ = ক + ষ, যেমন- বক্ষ, রক্ষা, শিক্ষা ইত্যাদি।
যুক্তবর্ণ ষ্ণ = ষ + ণ, যেমন- কৃষ্ণ ইত্যাদি।
যুক্তবর্ণ জ্ঞ = জ + ঞ, যেমন- জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি।