সমুদ্রের তলদেশ কোন ধরনের শিলাস্তর দিয়ে তৈরি?
Solution
Correct Answer: Option B
-পৃথিবীর বহির্ভাগের কঠিন আবরণ হল ভূত্বক।
-এই ভূত্বক গঠনকারী পদার্থের ঘনত্বের তারতম্যের ওপর নির্ভর করে ভূত্বক কে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, যথা - সিয়াল (SIAL) বা হালকা শিলাস্তর এবং সিমা (SIMA) বা ভারী শিলাস্তর।
-সিয়াল স্তরে থাকে সিলিকা ও অ্যালুমিনিয়াম তাই এর নাম সিয়াল।
-সাধারণত মহাদেশীয় ভূত্বকের স্তরকে সিয়াল বলে।
-সিমা হলাে ভূ-ত্বকের নিচের অংশ।
-এটা সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। তাই এর নাম সিমা।