Solution
Correct Answer: Option A
যে খনিজ থেকে সহজে এবং লাভজনক উপায়ে পর্যাপ্ত পরিমাণে মৌলিক পদার্থ আহরণ করা যায় তাকে ঐ মৌলের আকরিক বলে। লেড এর আকরিক-গ্যালেনা (PbS)
- অ্যালুমিনিয়াম এর আকরিকঃ বক্সাইট (Al2O3.2H2O), কোরান্ডাম, ক্রায়োলাইট।
- আয়রন এর আকরিকঃ ম্যাগনেটাইট, হেমাটাইট, আয়রন পাইরাইটস, লিমোনাইট।
- চালকোসাইট হলো তামার আকরিক।
- সোডিয়ামের আকরিক হলো রকসল্ট,চিলি সল্টপিটার,ন্যাট্রোন,বোরাক্স।