Solution
Correct Answer: Option C
- ক্যালসিয়াম (Ca) পর্যায় সারণির গ্রুপ 2 এর ক্ষারীয় ধাতুগুলির মধ্যে একটি ।
- এটি পৃথিবীর ভূত্বকের পঞ্চম সর্বাধিক প্রচুর উপাদান ।
- এর পারমাণবিক সংখ্যা ২০
- গলনাঙ্ক ৮৪২° সে. এবং স্ফুটনাঙ্ক ১৪৮৪° সে.
- ক্যালসিয়াম মুক্ত অবস্থায় প্রাকৃতিকভাবে পাওয়া যায় না।