অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয় ভারতীয় উপমহাদেশে ছড়িয়েছিল কত বছর আগে?
A প্রায় এক হাজার বছর
B প্রায় দুই হাজার বছর
C প্রায় তিরিশ হাজার বছর
D প্রায় পঞ্চাশ হাজার বছর
Solution
Correct Answer: Option C
- প্রায় তিরিশ হাজার বছর আগেই অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয় ভারতীয় উপমহাদেশে ছড়িয়েছিল।
- প্রাচীন বাংলায় (বা বলা ভালো: প্রাগৈতিহাসিক বাংলায়) অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয়দের আরও এক নিকটতম প্রতিবেশি ছিল। এরা কিরাত নামে পরিচিত।
- কিরাতরা ছিল মঙ্গোলয়েড জনগোষ্ঠীর মানুষ এবং এরাও প্রাচীন বাংলায় অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয়দের পাশাপাশি অরণ্যচারী জীবন যাপন করত।
- পরবর্তীকালে আর্যরা তাদের বৈদিক সাহিত্যে অস্ট্রিক ও কিরাতদের অনেকটা ঘৃনাসূচক ‘নিষাদ’ বলে অবহিত করেছিল।