ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে কোন ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়?
Solution
Correct Answer: Option B
পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা যায় । এ ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো -ইউরোপীয় । ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয় ।
- ইন্দো - ইউরোপীয় ভাষা বংশের শাখা দুইটি ।যথা -কেন্তুম ও শতম ।
এ দুটি শাখার উপশাখা রয়েছে ৮ টি । যথা:
- গ্রিক, -
- ইতালিক,
- কেলটিক,
- জার্মানিক,
- আর্য (ইন্দো -ইরানীয় ),
- বাল্টো -স্লাভিক,
- আর্মেনীয় ও আলবেনীয় ।
ইউরোপীয় ভাষাগুলোকে কেন্তুম ও আর্য (ইন্দো -ইরানীর ) ভাষাগুলোকে শতম শাখা ধরা হয় । বাংলা ভাষার উদ্ভয় হয়েছে ইন্দো -ইউরোপীয় ভাষার শতম শাখা থেকে ।