"জয় বাংলা বাংলার জয়" গানটির গীতিকার কে?
A আনোয়ার পারভেজ
B আব্দুল গাফফার চৌধুরী
C বেগম সুফিয়া কামাল
D গাজী মাজহারুল আনোয়ার
Solution
Correct Answer: Option D
মহান মুক্তিযুদ্ধে কালজয়ী ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি সারা জাতিকে অনুপ্রাণিত করেছে, সেই গানের সুরস্রষ্টা আনোয়ার পারভেজ। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।