যে ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্মধ্বনির মাঝামাঝি তাদেরকে অন্তঃস্থ ধ্বনি বলে। অর্থাৎ স্পর্শ ও উষ্মধ্বনির মাঝে আছে বলে য, র, ল, ব- এসকল ধ্বনিগুলোকে অন্তঃস্থ ধবনি বলা হয়। এগুলোকে আবার অন্তঃস্থ বর্ণ ও বলা হয়।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions