Solution
Correct Answer: Option D
ট, ঠ, ড, ঢ, ণ- এ ৫টি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারনে জিহ্বার অগ্রভাগ কিঞ্চিৎ উল্টিয়ে উপরের মাড়ির গোড়ার শক্ত অংশকে স্পর্শ করে। এগুলোর উচ্চারণে জিহ্বা উলটা হয় বলে এদের নাম দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি। আবার এগুলো উপরের মাড়ির গোড়ার শক্ত অংশ অর্থাৎ মূর্ধায় স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদের মূর্ধণ্য ধ্বনি বলা হয়।