বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে?
Solution
Correct Answer: Option A
✔ মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
✔ তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি,তাঁর রচিত প্রথম মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
✔ বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
✔ তাঁকে বলা হয় দত্তকুলোদ্ভব কবি।
✔ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
✔ বাংলা নাটকের পথিকৃৎ।
✔ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী।