Solution
Correct Answer: Option A
- গ্রিক পণ্ডিত ইরাটোসথেনিস (Eratosthenes) সর্বপ্রথম ‘Geography’ শব্দটি ব্যবহার করেন।
- তিনি ছিলেন প্রাচীন গ্রিসের একজন খ্যাতিমান গণিতবিদ, ভূগোলবিদ ও জ্যোতির্বিদ।
- ‘Geography’ শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Geo’ এবং ‘Graphy’ এর সমন্বয়ে গঠিত।
- এখানে ‘Geo’ শব্দের অর্থ ‘পৃথিবী’ (Earth) এবং ‘Graphy’ শব্দের অর্থ ‘বর্ণনা’ (Description)।
- অর্থাৎ, ব্যুৎপত্তিগত অর্থে ভূগোল বা ‘Geography’ হলো ‘পৃথিবীর বর্ণনা’।
- ইরাটোসথেনিস প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন এবং বাসযোগ্য পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন, তাই তাকে ‘ভূগোলের জনক’ বলা হয়।
- অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে, ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল’।
- অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেছেন।