যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য, ১৭ সে.মি. ১৫ সে.মি. এবং ৮ সে.মি.। সে ত্রিভুজটি হবে-
A সমবাহু
B সমকোণী
C সমদ্বিবাহু
D সূক্ষ্মকোণী
Solution
Correct Answer: Option B
ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য, ১৭ সে.মি. ১৫ সে.মি. এবং ৮ সে.মি.
এখানে,
(১৭)২ = ২৮৯
আবার,
(১৫)২ + ৮২
= ২২৫ + ৬৪
= ২৮৯
∴ ত্রিভুজটি সমকোণী