বিশ্বনাথ সর্দার ছিলেন বাংলার নীল বিদ্রোহের অন্যতম প্রধান নেতা। অনেকের কাছে তিনি নীল বিদ্রোহের প্রথম শহীদ হিসেবে গণ্য হন।
নদীয়া এবং বর্তমান বাংলাদেশের যশোর জেলার চৌগাছায় প্রথম নীল বিদ্রোহ দেখা যায় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্ভর বিশ্বাসের নেতৃত্বে। ১৮৫৯-১৮৬২ সাল পর্যন্ত আন্দোলন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। নীল বিদ্রোহ দমন করার জন্য ১৮৬০ সালে সরকার গঠন করে— ‘নীল কমিশন’ বা ‘ইন্ডিগো কমিশন’। নীল কমিশন নীলচাষীদের অভিযোগের সত্যতা খুঁজে পায়। এরপর সরকার আইনের দ্বারা ঘোষণা করেন যে, নীলকররা নীলচাষীদের নীল চাষে বাধ্য করতে পারবে না এবং সেটা করলে আইনত দণ্ডনীয় হবে। এ আইন পাসের ফলে ১৮৬২ সালে নীল বিদ্রোহের অবসান হয়।