বাংলাদেশের কোন নাট্যদল পথনাটকের সূচনা করে?
A ঢাকা থিয়েটার
B সারনি
C আরণ্যক
D নাগরিক
Solution
Correct Answer: Option A
যুদ্ধ ফেরত কয়েকজন তরুণ ১৯৭৩ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। তাদের মধ্যে অন্যতম নাসিরউদ্দিন ইউসুফ। সময়ের হাত ধরে ঢাকা থিয়েটার এখন দেশের অন্যতম প্রধান নাটকের দল ও মঞ্চের দর্শকদের কাছে পরিচিত নাম। এই থিয়েটার বাংলাদেশে পথ নাটকের সূচনা করে।