দেশের প্রথম পতাকা ভাস্কর্য "পতাকা ৭১" কোথায় অবস্থিত?
A ঢাকা
B মুন্সীগঞ্জ
C নরসিংদী
D নারায়ণগঞ্জ
Solution
Correct Answer: Option B
- ভাস্কর্যটি মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার লিচুতলায় অবস্থিত।
- নকশা করেছেন নির্মাতা প্রতিষ্ঠান ঘাটশীলার ভাস্কর ইমরান হোসেন।
- মুষ্টিবদ্ধ ছয়টি হাতের চারটি ধরে রেখেছে পতাকাদণ্ড।
- ভাস্কর্যে ছয়টি হাত নির্মাণের তাৎপর্য হলো- বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য যে ছয় দফা দাবি উত্থাপন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সনদ হিসেবে সেই ছয় দফাকেও এই পতাকা ভাস্কর্যের সঙ্গে তুলে ধরা হয়েছে। ছয়টি হাত ছয় দফা দাবির একেকটি প্রতীক।