Solution
Correct Answer: Option C
Faculty শব্দটির পারিভাষিক বাংলা অর্থ হলো – অনুষদ।
- Faculty বলতে বোঝায় কোনো বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষা বিষয়ক বিভাগ বা শিক্ষকমণ্ডলী, বিশেষ করে যে অনুষদের অধীনে বিভিন্ন বিভাগ থাকে।
- বাংলায় এর পারিভাষিক রূপ হলো অনুষদ।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ –
* বিভাগ → Department
* শিক্ষকমণ্ডলী → Teaching staff
* অধিবেশন → Session