Solution
Correct Answer: Option A
গােবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি।
কয়েকটি গুরুত্তপুর্ণ মরুভূমি পরীক্ষায় প্রায় আসেঃ
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র
- পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা
- সাহারা মরুভূমি : আফ্রিকা (বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি)
- তাকলামাকান মরুভূমি : চীন (জিনজিয়াং)
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান
- আতাকামা মরুভূমি : চিলি