Solution
Correct Answer: Option A
'Sanction' শব্দটির বাংলা পরিভাষা- মঞ্জুরি।
- 'Sanction' শব্দটির অন্যতম প্রধান অর্থ হলো আনুষ্ঠানিক অনুমোদন বা অনুমতি।
- অনেক ক্ষেত্রে এটি 'মঞ্জুরি' অর্থেও ব্যবহৃত হয়।
- তবে এর বিপরীত অর্থও রয়েছে, যেমন - কোনো দেশ বা ব্যক্তির উপর আরোপিত 'নিষেধাজ্ঞা'।