'মন দ্বারা গড়া = মনগড়া' কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
Solution
Correct Answer: Option A
- পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাই তৃতীয়া তৎপুরুষ সমাস।
- যেমন: মেঘ দ্বারা শূন্য=মেঘশূন্য, মন দ্বারা গড়া = মনগড়া ।